ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

উনারা আইন জানেন না: আইনমন্ত্রী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩০, ৯ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৯:০২, ৯ সেপ্টেম্বর ২০১৮

কারা অভ্যন্তরে আদালত বসানো আইনের লঙ্ঘন বলে খালেদা জিয়ার আইনজীবীরা যে দাবি করেছেন সে সম্পর্কে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘খালেদা জিয়ার আইনজীবীরা যদি এ ধরনের কথা বলে থাকেন তাহলে আমি বলবো, উনারা আইন জানেন না।’

রবিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।      

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের কারণ জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে অনেক আগেই দেখা করতে চেয়েছিলাম। পারিবারিক কারণে এতদিন দেখা করা সম্ভব হয়নি। আজকে মনে করলাম যে, ঈদের সাক্ষাৎ করা দরকার।’  

এর আগে সকালে খালেদা জিয়ার কারা আদালত নিয়ে প্রধান বিচারপতির কাছে নালিশ করেন তার আইনজীবীরা। এ বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনও আলোচনা হয়েছে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমি জানি না। আমি যে বিষয়ে জানি না সে বিষয়ে কোনও মন্তব্য করবো না। এ বিষয়ে অবগত হওয়ার পরে আমি নিশ্চই মন্তব্য করবো।’

এদিকে প্রধান বিচারপতি তথা সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ না করে আইন মন্ত্রণালয় খালেদা জিয়ার জন্য কারা আদালত স্থাপন করেছেন এবং এতে আইনের লঙ্ঘন হয়েছে বলে দাবি করছেন খালেদা জিয়ার আইনজীবীরা। এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘উনারা (খালেদা জিয়ার আইনজীবীরা) যদি এরকম কথা বলে থাকেন তাহলে আমি বলবো, উনারা আইন জানেন না।’

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি